শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রয়াত নাট্যকার মান্নান হীরার স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ পথনাটক পরিষদ। স্মরণানুষ্ঠানের মোমবাতির প্রজ্জ্বলিত আলোক শিখায় তার প্রতি নিবেদিত হলো শ্রদ্ধাঞ্জলি। কবিতার শিল্পিত উচ্চারণে জানানো হলো ভালবাসা। গানের সুরে সুরে অর্পিত হলো অনুরাগ। এ সময়ে নাট্যশালার লবিতে শোভা পাচ্ছিল রং তুলির আঁচড়ে চিত্রিত মান্নান হীরার প্রতিকৃতি। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, লাকী ইনাম, মোহাম্মদ বারী, ঝুনা চৌধুরী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যকার মাসুম রেজা, পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস, নাট্যকার রতন সিদ্দিকী প্রমুখ।
আয়োজনের শুরুতে এই প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।পরবর্তীতে মিলনায়তনের আনুষ্ঠানিকতায় প্রদর্শিত হয় মান্নান হীরার কর্মযজ্ঞ নিয়ে নির্মিত ভিডিওচিত্র। গভীর ভালোবাসা আর শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করা হয় প্রয়াত এই নাট্যজনকে।







