বাঙালি সংস্কৃতির চর্চা, লালন-পালন, বিকাশ, বাঙালি সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণা এবং সুস্থ সংস্কৃতি চর্চায় একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয় ‘সংস্কৃতি’ নামের সংগঠন।
songskriti.com ‘ সংস্কৃতি’ সংগঠনের শিল্প-সাহিত্য বিষয়ক অনলাইন প্রকাশনা পাতা। এতে সংগঠনের সদস্য ছাড়াও যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিল্প-সাহিত্যের যে কোনো শাখায় লেখা প্রকাশ করতে পারেন।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
ক) সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক সমাজ গঠনে কাজ করা।খ) মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত সম্প্রীতির ও উন্নত রুচিশীল সংস্কৃতিবান সমাজ গঠনে কাজ করা।
গ) সংগঠনের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে বাংলার মূলধারার ও সুস্থ সংস্কৃতি চর্চা করা।
ঘ) সংস্কৃতি চর্চা ও মুক্ত চিন্তা বিকাশের লক্ষ্যে সমগ্র দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদির আয়োজন করা।
ঙ) শিল্প সাহিত্যের চর্চা বিকাশের লক্ষ্যে প্রথিতযশা লেখক-কবি সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা নতুন লেখক-কবিদের লেখা নিয়মিত প্রকাশ করা।
চ) সঙ্গীত সহ শিল্পের বিভিন্ন শাখায় মেধা বিকাশের লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা, প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা।
সংগঠনের কার্যক্রমসমূহঃ
১) মঞ্চ অনুষ্ঠান২) অনলাইন অনুষ্ঠান
৩) সংস্কৃতি অনলাইন মুখপাত্রে গল্প কবিতা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করা
৪) সঙ্গীত শিক্ষা কর্মশালা
৫) মুক্তিযুদ্ধের গানের কর্মশালা
৬) শিল্পী তথ্যভান্ডার তৈরী করা
৭) সংস্কৃতি ইউটিউব চ্যানেলে সদস্যদের গান প্রকাশ করা
৮) সংস্কৃতি সম্মাননা প্রদান