‘সংস্কৃতি’তে সদস্য নেয়া হচ্ছে। শিল্প-সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে পারদর্শী/আগ্রহীরা সদস্য হওয়ার আবেদন করতে পারেন। সদস্যদের জন্য মঞ্চ অনুষ্ঠান, অনলাইন অনুষ্ঠান, অনলাইন সংস্কৃতি পাতায় ও ইউটিউব চ্যানেলে গান প্রকাশ, লেখা প্রকাশ, সঙ্গীত/আবৃত্তি কর্মশালা সহ সংগঠনের জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রয়েছে। songskriti.com এই অনলাইন প্রকাশনার ‘সদস্য নিবন্ধন’ মেনুতে গিয়ে নিবন্ধন ফর্ম জমা দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে সদস্য হওয়া যাবে।