মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের গানের অনলাইন কর্মশালা।

0
650
views
ডিসেম্বর ২০২১ থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের নির্বাচিত গানের অনলাইন কর্মশালা। আগ্রহীরা সংস্কৃতি (songskriti) ফেসবুক পেজে ম্যাসেজ করে, moqbulh1@gmail.com এই ইমেইলে মেইল করে অথবা ০১৭১০২৮৭৮৪১ এই নাম্বারে এসএমএস-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 

কর্মশালার নিয়মাবলীঃ
১। সারা দেশব্যাপী অনলাইনে নির্বাচিত গানের প্রশিক্ষণ। 
২। বিভাগ/জেলা প্রতিনিধির মাধ্যমে অথবা সারাসরি সংস্কৃতি ফেজবুকে ম্যাসেজ করে অংশগ্রহনের ইচ্ছা ব্যাক্ত করতে হবে
৩। ওয়ার্কশপের নির্ধারিত সময়ে আপনার পাঠানো ম্যাসেঞ্জারে/হোয়াটসএ্প নাম্বারে জুম লিংক পাঠানো হবে।
৪। প্রশিক্ষণ শেষে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিল্পীদের সম্মাননা প্রদান করা হবে। 
৫। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হবে। 
৬। প্রশিক্ষণ শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করা হবে।