পূরবীর কান্না

0
490
views

মনিরুল আলম

ক্লান্ত শেফালিরা কখন জানি ঘুমিয়ে পড়েছে
চঞ্চল ময়ূরী রাতের নয়নে নেমেছে ঘুম 
বকুল ফুলে অবুঝ শিশির দিচ্ছে চুম
আমি শুধু একা জেগে রই, রাত কাটে নির্ঘুম। 
ঝাউ বনে কাঁদে বাতাস বিধুর
ভাবি আমি গন্তব্য আমার আর কতদূর
জীবনে সুখের আশা সে যে সুদূর 
পূরবীর কান্না হয়ে ঝরে কোন বিষণ্ণ সুর। 
বেণুবনে আজও বাতাস কেঁদে যায়
হারানো সোনালি দিনের কথা মনে পড়ে যায় 
যে ফাগুন হারায়, জানি হারায় তা চিরতরে
আশা তরি ফিরে না আর জীবনের সুবর্ণ বন্দরে। 
ক্লান্ত শেফালিরা মায়াবী রাতের কোলে ঘুমিয়ে পড়েছে
মহুয়া বনে বিরহী পাখির দুনয়নে অশ্রু শুধু ঝরছে।