নতজানু হও প্রেমে

0
420
views

ছুঁয়ো না আমাকে চুপি চুপি
ছুঁয়ো না আমাকে নিরবে,
ছুঁয়ো না আমাকে নিভৃতে
ছুঁয়ো না আমাকে নির্জনে ,
ছুঁয়ো না আমাকে গোপনে
ছুঁয়ো না আমাকে আড়ালে ,
ছুঁয়ো না আমাকে নৈঃশব্দে
ছুঁয়ো না আমাকে ঘুমে ,
ছুঁয়ো না আমাকে স্বপনে
ছুঁতে যদি চাও আমাকে
দাঁড়াও আমার সম্মুখে ,
চোখে রাখো চোখ
নতজানু হও প্রেমে !
সাহস থাকে তো দেখাও
পৃথিবীর আলো ছায়া কে ,
জনারণ্যে জড়িয়ে ধরে
বলো ভালোবাসো আমাকে !

নীলাঞ্জনা
২১/১১/১৯/