জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে রচিত গানের প্রতিযোগিতার নিবন্ধন চলছে।
নিবন্ধনের সময়ঃ
১৭ মার্চ থেকে ১৭ মে ২০২২
প্রতিযোগিতার বিষয়ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে রচিত গান পরিবেশন। স্বাধীনতাপূর্ব থেকে বর্তমান সময়ে রচিত যে কোনো গান পরিবেশন করা যাবে।
নির্বাচন/বিচার পদ্ধতিঃ
গান পরিবেশনের মান, কথা ও সুর বিবেচনায় গানের মান এবং বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান সম্পর্কে সাধারণ জ্ঞান যা মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে বিচারকমন্ডলী যাচাই করবেন।
প্রতিযোগিতার ২টি বয়স শ্রেণীঃ
ক। ১২ থেকে ১৮ বৎসর
খ। ১৮ বছরের ঊর্ধে
বিভাগীয় পর্যায়ঃ
প্রাথমিকভাবে নির্বাচিতদের নিয়ে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এই আটটি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়স প্রমানের জন্য প্রতিযূগিতার সময় জন্ম নিবন্ধন সার্টিফিকেট/এনআইডি প্রদর্শন করতে হবে।
জাতীয় পর্যায়ঃ
বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা/বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ের সেরা, উচ্চ ও ভালো মান এই তিন পর্যায়ে পুরষ্কৃত করা হবে।
নিবন্ধন পদ্ধতি
১। http://songskriti.com/gmolympiad-registration এই লিংকে দেয়া অনলাইন নিবন্ধন ফর্ম পূরণ করে পাঠাতে হবে।
২। অনলাইন নিবন্ধন ফর্মে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট/এনআইডির ছবি যুক্ত করতে হবে।
৩। অনলাইন নিবন্ধন ফর্মে আপনার পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।
৪। অনলাইন ফর্মে মোবাইলে রেকর্ড করা আপনার গাওয়া গান যুক্ত করে পাঠাতে হবে।
৫। মোবাইলে গান রেকর্ড করার সময় গান গাওয়ার পূর্বে নিজের নাম, জেলা, বয়স গ্রুপ (ক। ১২-১৮ বৎসর পর্যন্ত খ। ১৮ বৎসরের ঊর্ধে), কোন গান, গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করতে হবে।
৬। যথাসম্ভব শব্দ দূষণ পরিহার করে মোবাইলটি অনুভূমিক রেখে (Horizontal/ Landscape) গান রেকর্ড করতে হবে।