কালের যাত্রা

2
1902
views

রবিশঙ্কর মৈত্রী

কাশফুলের কাল ফিরে আসে—
শিউলি ফুলের গন্ধে ভাঙে
কিশোরীর ঘুম।
বছর ঘুরে সবই ফেরে—
একই বাদ্য, শুধু বদলায়
ঢাকের কাঠি।
ফেরে উৎসব, স্মৃতিচারণ—
না-ফেরাকে ছাড়াই ফেরে
আনন্দ ধুম।

আজ আছি এই কাল হয়তো নেই—
তবু দম্ভে ভুলে যাই ঠিক
মিথ্যে বেঠিক।
খ্যাতি প্রীতির বড়াই করি—
পূর্ণিমার চাঁদ দেখতে পাই না
অহংকারে।
আমি একবার, ঋতু বারবার—
গীতিনৃত্য সবই চলবে
কালের যাত্রায়।