সংগীত পরিচালক-সুরকার বাসুদেব চলে গেলেন না ফেরার দেশে

0
652
views
বাসুদেব ঘোষ। ছবি: সংগৃহীত

সুরকার-সংগীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রোববার রাত ১০টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন বাসুদেব ঘোষ। জানা গেছে, বাসাতেই এই বরেণ্য শিল্পীর হৃদযন্ত্রের ক্রিয়া আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। হাসপাতালে আসার পর তা নিশ্চিত হয়।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংগীত জগতে।

পরিবার সূত্রে জানা গেছে,বাসুদেব ঘোষের মরদেহ রাতেই তার জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালীর কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষকৃত্য করা হয়। তবে তার আগে শেষ বিদায়ের জন্য নেওয়া হয় রাজধানীর মগবাজারের বাসায়।

                                  চলে গেলেন সুরকার-সংগীত পরিচালক বাসুদেব ঘোষ। ছবি: সংগৃহীত

১৯৯৫ সাল থেকে  সুরকার বাসুদেব ঘোষ তার কাজ শুরু করেন। তার সুরে অন্যতম গানের মধ্যে রয়েছে ‘তোমার ঐ মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’ প্রভৃতি।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ২০টি গান তৈরি করছিলেন বাসু দেব ঘোষ।

২০১১ সালে এক হাজারটি দেশের গান নিয়ে সাজানো একটি অ্যালবাম তিনি নিজ উদ্যোগে তৈরি করেন। অ্যালবামের নাম ছিল ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’। যাতে এর মধ্যে কণ্ঠ দিয়েছেন শতাধিক শিল্পী। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের দেশপ্রেম সম্বলিত গানের অ্যালবাম হিসেবে বিবেচনা করা হয়।