গত ৮ নভেম্বর ২০১৯ ‘সংস্কৃতি’র আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান ও কবিতার অনুষ্ঠান ‘কবিতা ও গানে বঙ্গবন্ধু’ হয়ে গেল শিল্পকলা একাডেমিতে। এতে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ‘সংস্কৃতি’র সভাপতি ড. মকবুল হোসেন বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান ও কবিতা প্রসংগে বক্তব্য রাখেন।
সঙ্গীত পরিবেশন করেন রফিকুল আলম, বুলবুল মহলানবীশ, ইয়াসমিন মুশতারী, সাজেদ আকবর, সালমা আকবর, গোলাম সারোয়ার, মীরা মন্ডল, দেবলীনা সুর ও ড. মকবুল হোসেন। আবৃত্তি করেন রূপা চক্রবর্তী, নায়লা কাকলী, ডালিয়া আহমেদ, ড. নিমাই মন্ডল, ড. শাহাদাত হোসেন নীপু, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, মোঃ আব্দুল মজিদ ও অনিকেত রাজেশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসিনা আহমেদ সোমা। যন্ত্রানুষঙ্গে ছিলেন মোঃ নাসির উদ্দিন, গৌতম সরকার, রবিন্স চৌধুরী ও বিদ্যুৎ রায়।